হাজারো ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে
খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেররা চিনলো না এই আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
তায়েফের কাফেররা চিনলো না এই আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে
হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন
ভাঙলো সবার ভুল তোমারি পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিলো যে তুলে
আল আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে
কথা ও সুরঃ নিয়াজ মাখদুম
মার্চ ১৭, ২০২২
Tags :
নাতে রাসুল (সাঃ)
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments