রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে,
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ।।
সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ, অরণ্য ঘন দুর্বল অভিযাত্রী
জানলে কি আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে ।।
সময় তোমার করবেনা ক্ষমা অক্ষমতার জন্যে
তোমার বিচার করবে দেখ সহসা জনারণ্যে
ভেংগে ফেলো এই স্বপ্ন প্রাসাদ
নেমে এসো রাজ পথে
জনতা মিছিল সংগ দেবে এক পথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখ
বিজয় তোমার আনতে।।
জুন ২৩, ২০২১
Tags :
ইসলামি সংগীত
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments