Ticker

6/recent/ticker-posts

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

thumbnail

প্রভু তুমি বলেছো রাসূল দেবে না






 প্রভু তুমি বলেছো রাসূল দেবে না

বলোনি দেবে না ওমর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সমর। 


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না.......... 


বলোনি দেবেনা ওমরের যুগ 

রাসেদার সেই খেলাফাত~~~~~

ফিরিয়ে দেবেনা আলোর সমাজ

কেটে কেটে আধার রাত ।


পৃথিবীতে আর তুমি প্রভু   দেবেনা'

খুলে  সোনালি দোর

বলোনি দেবেনা হামজা তারিক

খালিদ বিজয়ী সমর।


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না....


পৃথিবীর দিকে দিকে ‍শুধু হাহাকার

লাঞ্চিত মানবতা~~~~

মাজলুমানেরই আহাজারিতে বয়

বাতাসে বিষন্নতা~~~~


পূনরায় পাঠাও ওগো ওমর আবার

কাটুক আধারের ঘোর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সমর


প্রভু তুমি বলেছো রাসূল দেবে না

বলোনি দেবে না ওমর

বলোনি দেবে না হামজা তারিক

খালিদ বিজয়ী সমর। 

বুধবার, ২৩ জুন, ২০২১

thumbnail

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

 



যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় 

তারা কভু পথ ভুলে যায়না, 

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় 

কারো কাছে কোনো কিছু চায়না। 

রাতের আঁধারে যারা সেজদাতে রয় 

দুচোখের অশ্রুতে নদী যেন বয় , 

ছলনার হাতছানি যতই আসুক 

পেছনে ফিরেও তাকায় না।। 

দ্বীন কায়েমের পথে যারা অবিচল 

তারা হলো আল্লাহর প্রিয়জন, 

বাতিলের কাছে যারা হার মানেনা 

সংগ্রাম করে যায় আমরণ। 

হেরার আলোতে যার হৃদয় রঙিন 

হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ, 

সত্যের পথে যারা নিবেদিত প্রাণ 

শত্রুকে কভু ভয় পায়না।।

thumbnail

রাত কেটেছে স্বপ্নে বিভোর

 

রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে,

কতটা সময় লাগবে তোমার 

দ্বীনের পথে নামতে ।। 

সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি 

রয়েছে শ্বাপদ, অরণ্য ঘন দুর্বল অভিযাত্রী 

জানলে কি আর এই পথে কখনো 

অসময়ে তুমি আসতে ।।

সময় তোমার করবেনা ক্ষমা অক্ষমতার জন্যে 

তোমার বিচার করবে দেখ সহসা জনারণ্যে 

ভেংগে ফেলো এই স্বপ্ন প্রাসাদ 

নেমে এসো রাজ পথে 

জনতা মিছিল সংগ দেবে এক পথে এক মতে 

হাত তুলে ওরা দোয়া করে দেখ 

বিজয় তোমার আনতে।। 


Blogger দ্বারা পরিচালিত.

হাজারো ব্যাথা বেদনার পরে

হাজারো ব্যাথা বেদনার পরে   ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে  চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে   হে রাসুল  তোমাকে ভুলি আমি কেমন...

এই ব্লগটি সন্ধান করুন